Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসকন নিষিদ্ধের দাবি হেফাজতের

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ১৭:৩৭ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৯:০৮

ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (৮ নভেম্বর) জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে এ সমাবেশ করা হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতে ইসলামীর নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এ সময় মিছিল থেকে ‘বাংলাদেশে ইসকন/ নিষিদ্ধ কর করতে হবে, ইসকনের আস্তানা/ জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, ইসকন ইসকন করিস না/ পিঠের চামড়া থাকবে না’— এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে হেফাজত ইসলামের ছাত্র ও যুববিষয়ক সম্পাদক কামরুল ইসলাম কাশেমী বলেন, ‘ইসকন সনাতনীদের কোনো ধর্মীয় সংগঠন নয়। ইসকন একটি জঙ্গি সংগঠন। ইসকন বিভিন্ন দেশে এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে। ইসকন ইহুদি ও খ্রিষ্টানদের লালিত-পালিত জঙ্গি সংগঠন।’

তিনি আরও বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী ভাইদের বলছি, আপনারা ইসকনের ফাঁদে পা দেবেন না। বিভিন্ন জায়গায় দেখেছি, ইসকনের হাতে নির্যাতিত হয়েছেন। হাটহাজারীতে ইসকনরা সনাতন ধর্মাবলম্বী ভাইদের উচ্ছেদ করেছে। শুধু হাটহাজারী নয়, আরও অনেক জায়গায় হিন্দু ভাইদের জায়গা দখল করেছে এ ইসকনরা। এ ইসকনরা শুধু বাংলাদেশের শত্রু না, সারা বিশ্বের শত্রু।’

কামরুল ইসলাম কাশেমী বলেন, ‘হেফাজত ইসলামের দায়িত্ব হচ্ছে মুসলিম সমাজের কাছে তার করণীয় কী, তা অবগত করা। যখন কোনো মুমিন আক্রান্ত হয়, তার পাশে যদি অন্য মুমিনরা না দাঁড়ায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আহজাব আসে। আমরা সকলেই একটা শান্তিপূর্ণ সমাজ কামনা করি। এ দায় থেকে হেফাজত ইসলাম আজ বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে।’

বিজ্ঞাপন

‘দেশের শাসনে যে ফ্যাসিবাদ ও নৈরাজ্য ব্যবস্থা তৈরি করেছিল, ছাত্র-জনতা অভ্যুত্থানের মাধ্যমে তা নসাৎ করে দিয়েছে। আমাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে, আমরা যে ১৬ বছর নৈরাজ্যকর অবস্থাতে ছিলাম, এখন যে মুক্ত বাতাসে কথা বলতে পারছি,‌ এই মুক্ত বাতাসে কথা বলার অধিকার যেন আবার হারিয়ে না ফেলি সেটা নিশ্চিত করা,’— বলেন কামরুল ইসলাম কাশেমী।

হেফাজতের এ নেতা বলেন, ‘আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেটাকে ধরে রাখতে হবে। কোনো কারণে, কোনো উসকানিতে তা যেন বিনষ্ট না হয়। এখানে ষড়যন্ত্র হচ্ছে ভেতর থেকে, বাইর থেকে। আমাদের একতাকে যেন নষ্ট করা যায়।’

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আন্দরকিল্লা মোড় থেকে নগরীর চেরাগী মোড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/আইসি/টিআর

ইসকন ইসকন নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর