উইকেট হঠাৎ করে বদলে গিয়েছিল, দাবি মিরাজের
৮ নভেম্বর ২০২৪ ১৬:০২ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৬:০৩
আফগানিস্তানের বিপক্ষে শারজায় প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারের স্পিন জাদুত আর দলীয় ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২৩ রানে শেষ আট উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসেন নাজমুল হোসেন শান্তরা। এর কারণ হিসেবে উইকেটের বদলে যাওয়া আচরণকেই দাঁড় করিয়েছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আগামীকাল শারজায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে আজ (০৮ নভেম্বর, ২০২৩) সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় মিরাজ জানান, হঠাৎ করেই বদলে গিয়েছিল শারজার উইকেট। ২০ ওভারের পর পুরনো হয়ে যাওয়া বলে তাই আরো রহস্যময় হয়ে ওঠেন আফগান স্পিনার।
শুরুর দিকে শান্তর সাথে সাবলীল ব্যাটিং করলেও ক্রমেই উইকেটে স্পিন ধরতে শুরু করেছিল জানিয়ে মিরাজ বলেন, ‘‘যখন আমি আর শান্ত ব্যাটিং করছিলাম, আমাদের দুজনের কাছে উইকেটটা ইজিই মনে হচ্ছিল, কিন্তু ২০ ওভারের পর থেকে বলটা যখন একটু নরম হয়ে গেছে, একটু পুরনো হয়ে গেছে, তখনই হঠাৎ করে টার্নি শুরু হয়ে গেছে উইকেটে।
কতটা দুর্বোধ্য ছিল শারজার উইকেটে স্পিনাররা? মিরাজ বলেছেন, ‘হঠাৎ করে উইকেটে টার্ন হচ্ছিল, মানে আপনি বুঝতে পারবেন না কোন বল সোজা যাবে, কোন বল টার্ন করবে। এটা হঠাৎ করে হয়েছিল।’
সারাবাংলা/জেটি
বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ মেহেদী হাসান মিরাজ