Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ-বিদেশের ৬০০ দৌড়বিদ ‘রায়পুরা ম্যারাথনে’ অংশ নিয়েছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ১৬:৪১ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৫

নরসিংদী: নরসিংদীর ইতিহাসে সবচেয়ে বেশি দৌড়বিদের অংশগ্রহণে ‘রায়পুরা ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনে তিন ক্যাটাগরিতে অংশ নেন দেশ-বিদেশের ৬০০ দৌড়বিদ।

শুক্রবার (৮ নভেম্বর) ম্যারাথনের আয়োজন করে রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিটি। এতে মিডিয়া পার্টনার ছিল নরসিংদী প্রেস ক্লাব।

চীন, জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া ও চেক রিপাবলিকের ১৫ জন নাগরিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৬শ’ জন দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন। তারা ভোরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে একত্রিত হন। বিভিন্ন বয়সী ও পেশার দৌড়বিদের উপস্থিতি উৎসব মুখর হয়ে উঠে আয়োজনস্থল।

এর আগে রায়পুরায় অনানুষ্ঠানিকভাবে দুইবার হাফ ম্যারাথন হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ফুল ম্যারাথন অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময় ভোর ৫টায় পর্যায়ক্রমে তিন ক্যাটাগরিতে ৬০০ জন দৌড়বিদ শুরু করেন দৌড়। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার, হাফ ম্যারাথন ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথনে মোট ৬০০ দৌড়বিদ অংশ নেন।

রায়পুরা ম্যারাথন আয়োজক কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান জানান, দৌড়বিদদের নিরাপত্তায় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিসসদস্যসহ ২০০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন। চিকিৎসা সেবার জন্য ছিল অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে মেডেল, সনদ ও গাছের চারা বিতরণ করা হয়। তিন ক্যাটাগরিতে ৯ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।

সব সময় এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানিয়ে অংশ গ্রহণকারীরা বলেন, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের বিকল্প নেই।

আয়োজকরা জানান, জেলার ইতিহাসে বৃহৎ এ আয়োজনে দৌড়বিদদের অংশ গ্রহণ ছিল স্বতস্ফুর্ত, ভবিষ্যতেও এমন আয়োজনের চেষ্টা থাকবে বলে জানান তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

৬০০ দৌড়বিদ নরসিংদী রায়পুরা ম্যারাথন