Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশার ধাক্কায় নিহত ১

স্টাফ রিপোর্টার
৮ নভেম্বর ২০২৪ ১১:১৬ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৮

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর ডেমরার বামৈর এলাকায় অটোরিকশার ধাক্কায় ইউসুফ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফের (৬৫) বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ লক্ষীপাশা গ্রামে। বর্তমানে ডেমড়া বামৈর এলাকাতে পরিবারসহ থাকতেন।

নিহতের মেয়ে নিপা আক্তার জানান, তার বাবা ডেমরা কোনাপাড়া এলাকায় একটি ফলের দোকানে কাজ করেন। রাতে কাজ শেষে পায়ে হেটে বাসায় ফিরছিলেন। পরে লোক মারফত খবর পান, তার বাবাকে একটি অটোরিকশা ধাক্কা দিয়েছে। ঘটনাস্থল থেকে তার বাবাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমড়া থেকে ওই ব্যক্তিকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

দুর্ঘটনা নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর