Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে ফ্রান্স দল থেকে বাদ এমবাপে

স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২৪ ০৯:০২ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৯

কিলিয়ান এমবাপে

রিয়াল মাদ্রিদের হয়ে সময়টা একদমই ভালো যাচ্ছে না তার। নিজের ছায়া হয়ে থাকা কিলিয়ান এমবাপে এবার শুনলেন আরেকটি দুঃসংবাদ। আসন্ন ইউয়েফা নেশনস কাপের জন্য ঘোষিত ফ্রান্স দলেও জায়গা হয়নি তার। ইতালি ও ইসরাইলের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে তাকে রাখেননি ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

ইনজুরি থেকে ফিরে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামলেও সবশেষ দুই নেশনস লিগের ম্যাচে স্বেচ্ছায় জাতীয় দল থেকে দূরে ছিলেন এমবাপে। এ নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি তাকে। ফ্রান্সের হয়ে মাঠে না নেমে ছুটি কাটানো নিয়ে সমালোচনা শোনা এমবাপেকে এবার বাদ দিয়েছেন খোদ দেশমই। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে গত কয়েক ম্যাচে বিবর্ণ এমবাপেকে তাই আরও কিছুদিন ফ্রান্সের জার্সি গায়ে দেখা যাবে না।

বিজ্ঞাপন

ফ্রান্স স্কোয়াড ঘোষণা করার সময় দেশম বলছেন, এমবাপের সাথে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘সে ম্যাচ খেলতে চেয়েছিল। এই ব্যাপারে আমার সাথে তার আলোচনাও হয়েছে। শুধুমাত্র এই দুই ম্যাচের জন্য আমি তাকে দলে বাইরে রেখেছি। আমরা সব ব্যাপারে একমত নাও হতে পারি। আমি তাদের কথা শুনি। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমার। দলের ভালোর জন্যই আমি সিদ্ধান্তগুলো নেই।’

আগামী ১৫ নভেম্বর ইসরাইলের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। ১৮ নভেম্বর ফ্রান্সের মুখোমুখি ইতালি। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নেশনস লিগের গ্রুপ-২ এর দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।

সারাবাংলা/এফএম

কিলিয়ান এমবাপে ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর