Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়ালেও অস্বাভাবিক নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ২১:৫১ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৯

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি ফের ১০ শতাংশ ছাড়িয়েছে। তবে এটা অস্বাভাবিক কিছু নয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে মূল্যস্ফীতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, ‘মূলত গত আগস্ট-সেপ্টেম্বরের বন্যার প্রভাবে অক্টোবরে দেশের মূল্যস্ফীতি বেড়েছে।’

তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে মূল্যস্ফীতি জোর করে কমিয়ে রাখা হতো। কিন্তু জুলাইয়ের পর থেকে এটা ফ্রি। যার কারণে সঠিক তথ্যই ওঠে আসছে।’

তিনি আরও বলেন, ‘পণ্যের দাম কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সময় লাগবে। সাত বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ করেই কমানো যাবে না। মানুষকে ধৈর্য ধরতে হবে।’

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম আছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘ডলার রেট বর্তমানে স্থিতিশীল আছে। সুতরাং মূল্যস্ফীতি কমতে বাধ্য।’

সারাবাংলা/জিএস/পিটিএম

গভর্নর টপ নিউজ ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর