Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ২০:২২ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ২১:৫২

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করে মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ৬(৪) ধারা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের পদমর্যাদাসহ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ড. কামাল উদ্দিন আহমেদকে নিয়োগ দেন।তার আগে তিনি ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কামাল উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মতো অন্যতম গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বপালন করেছেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের একজন সদস্য ছিলেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের একজন অধ্যাপক ছিলেন।

সারাবাংলা/জিএস/এসআর

কমিশনের চেয়ারম্যান পদত্যাগ মানবাধিকার কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর