Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের আর ২ ঘণ্টা বাকি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ১৪:৫৮ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৪

নির্বাচন কমিশন ভবন। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাবের আজ শেষ দিন। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার মধ্যেই এই কমিটির কাছে সরাসরি অথবা ইমেইলের মাধ্যমে এই নামগুলো প্রস্তাব করা যাবে। সে হিসাবে নাম প্রস্তাবের জন্য সময় বাকি রয়েছে আর মাত্র দুই ঘণ্টা।

যোগ্য ব্যক্তি খুঁজে পেতে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিপর্যায়ে আগ্রহীদের কাছ থেকে পাঁচজন করে নাম প্রস্তাব চেয়েছে সার্চ কমিটি। আগামী বৃহস্পতিবারের (৭ নভেম্বর) মধ্যে এসব নাম জমা দিতে হবে কমিটির কাছে।

বিজ্ঞাপন

গত রোববার (৩ নভেম্বর) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকেও এই কমিটির জন্য যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব আহ্বান করে সার্চ কমিটি।

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নামগুলো সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ইমেইলের মাধ্যমে পাঠানো যাবে। ইমেইল ঠিকানা: [email protected]

সার্চ কমিটি জানিয়েছে, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলো ৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিপর্যায়ে আগ্রহীরাও নাম প্রস্তাব করতে পারবেন।

যেসব নাম জমা পড়বে, সার্চ কমিটি সেগুলো যাচাই-বাছাই করে সেখান থেকে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করবে। পাশাপাশি তারা নিজেদের মধ্যে এবং বিভিন্ন ব্যক্তি, দল, সংগঠন ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক করে মোট ১০টি নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে। রাষ্ট্রপতি সেখান থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও আরও চারজন নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত করে নির্বাচন কমিশন গঠন করে দেবেন।

বিজ্ঞাপন

এরই মধ্যে বেশকিছু রাজনৈতিক দল ও সংগঠন সার্চ কমিটির কাছে ইসি গঠনের জন্য নাম প্রস্তাব করেছে। সবশেষ গত রাতে বিএনপি পাঁচজনের নামের তালিকা জমা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ছয় সদস্যের সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে সার্চ কমিটিতে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের জন্য ১০ জনের নাম প্রস্তাব করতে বলা হয়।

আরও পড়ুন:

সারাবাংলা/টিআর

নির্বাচন কমিশন (ইসি) সার্চ কমিটি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর