Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে বাবলার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ১৬:২৯

মানববন্ধন। ছবি: সারবাংলা।

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তদের গুলিতে উজ্জল খালাশী ওরফে বাবলার (৪০) হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জেলা শহরের মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মুন্সিগঞ্জ ও মতলব উত্তরের সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত উজ্জল খালাশীর মা ফরিদা বেগম, স্ত্রী আফসানা আক্তার, মামা বাহাউদ্দিন বেপারী, বোন শিউলী আক্তার ও রূপালী আক্তার। এসময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানায়।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর সকালে জেলার গজারিয়া উপজেলার মল্লিকের চর গ্রামে গেলে একদল নৌ-ডাকাত গুলি করে উজ্জল খালাশীকে হত্যা করে। এ হত্যার ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেন।

নিহত উজ্জল খালাশী চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর গ্রামের মো. বাচ্চু খালাশীর ছেলে।

সারাবাংলা/এসআর

মানববন্ধন মুন্সিগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর