Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে আবাসিক ভবনে ইসরাইলি হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
৭ নভেম্বর ২০২৪ ১১:০৩ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১৩:০৪

লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক ভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৈরুতের দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩০ জনের মরদেহ জরুরি কর্মীরা উদ্ধার করেছেন।

স্থায়ীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় হওয়া হামলায় শহরটির দক্ষিণাঞ্চলের চারতলা ভবনের একপাশ ধসে যায়।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে।

ঘটনাস্থলে থাকা এএফপির এক সংবাদদাতা জানান, স্থায়ীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ভবনটি থেকে আগুনের শিখা বের হতে থাকলে বেশ কয়েকটি পরিবার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটির বাইরের কোনো অঞ্চলে এটি ছিল দ্বিতীয় ইসরাইলি হামলা।

সারাবাংলা/ইআ

ইসরাইলি হামলা লেবানন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর