Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কয়দিন মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে

স্পোর্টস ডেস্ক
৭ নভেম্বর ২০২৪ ১০:০৩ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১৩:১৮

আবারো মাঠের বাইরে নেইমার

এক বছর পর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। নেইমারের সেই ফেরা অবশ্য স্থায়ী হলো মাত্র দুই ম্যাচ। আল হিলালের হয়ে ফেরার দ্বিতীয় ম্যাচেই আবার ইনজুরিতে পড়েছিলেন এই ব্রাজিল তারকা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে কমপক্ষে এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।

গত ৪ নভেম্বর এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এস্টেঘলালের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার। সেই ম্যাচে মাত্র আধঘন্টা খেলার আগেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ম্যাচের পর নেইমার নিজেই জানিয়েছিলেন, ডাক্তার তাকে আগেই নতুন ইনজুরির ব্যাপারে সতর্ক করেছিলেন। তবে ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে, সেই ব্যাপারে সেদিন কিছু জানাতে পারেননি নেইমার কিংবা আল হিলাল।

বিজ্ঞাপন

অবশেষে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ডান পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে নেইমারের। এই কারণে কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে, ‘দুঃখের সাথে জানানো হচ্ছে যে নেইমারের ইনজুরিটা সাধারণ নয়। তার হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। তাকে কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’

ধারণা করা হচ্ছে, এই বছর আর ক্লাবের হয়ে মাঠে নামতে পারবেন না নেইমার। এর আগে সুস্থ হয়ে খেলায় ফিরলেও তার ভবিষ্যৎ ইনজুরির ঝুঁকির কথা মাথায় রেখে বিশ্বকাপে বাছাইপর্বের স্কোয়াডে রাখেননি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তবে শেষ পর্যন্ত তার শঙ্কাটাই সত্যি হয়েছে।

সারাবাংলা/এফএম

আল হিলাল ইনজুরি নেইমার ব্রাজিল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর