Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ সাংবাদিকের নামে মামলায় ডিআরইউয়ের নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ২১:৫৮ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ০০:০৩

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)

ঢাকা: দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ ও প্রতিবেদক জাহিদুল ইসলামের বিরুদ্ধে মেঘনা গ্রুপের এক হাজার কোটি টাকার মানহানি মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (৬ নভেম্বর) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এ মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

হাজার কোটি টাকার মানহানি মামলার আসামি হাসান হাফিজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি।

এর আগে গত ৯ অক্টোবর ‘লক্ষ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। এতে সংক্ষুদ্ধ হয়ে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বাদী হয়ে হাসান হাফিজ ও মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ে মামলা করে। বসুন্ধরা গ্রুপের আরও দুই কর্মকর্তার নামও রয়েছে এই মামলায়।

জাহিদুল ইসলাম জানান, তথ্যভিত্তিক প্রতিবেদনে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে মেঘনা গ্রুপের টাকা পাচারের বিস্তারিত তুলে ধরা হয়েছে। অক্টোবরের ১৪ তারিখ সমন জারি করা হয়, যা আরেও পরে হাতে আসে।

ডিআরইউ নেতারা বলেন, এই মামলার মাধ্যমে স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরাই অনুসন্ধানী সাংবাদিকদের কাজ। তথ্যবহুল সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টির অপচেষ্টা মাত্র।

সারাবাংলা/ইএইচটি/টিআর

কালের কণ্ঠ ডিআরইউ মানহানির মামলা মেঘনা গ্রুপ সাংবাদিকের নামে মামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর