বিজিএমইএতে বায়ার্স ফোরাম প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত
৬ নভেম্বর ২০২৪ ২১:১০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ২৩:৪০
ঢাকা: বায়ার্স ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন। পোশাক শিল্পের বর্তমান অবস্থা ও শিল্পের ভবিষ্যত টেকসই প্রবৃদ্ধি বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিএমইএ পরিচালনার জন্য গঠিত সহায়ক কমিটির সদস্যরা অংশ নেন।
আলোচনায় পোশাক শিল্পের সমসাময়িক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ থেকে পোশাক রফতানি কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয় নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের পোশাক শিল্পে অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য বৈশ্বিক ব্র্যান্ডগুলোকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিজিএমইএ প্রশাসক মো. আনোয়ার হোসেন। তিনি আগামী দিনগুলোতেও শিল্পে এই সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য ব্র্যান্ড প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের পোশাক শিল্প নিরাপদ কর্মপরিবেশ, পরিবেশগত টেকসই উন্নয়ন ও শ্রমিকদের কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে প্রভূত অগ্রগতি অর্জন করেছে। শিল্পের এই অর্জনগুলো বৈশ্বিক অঙ্গনে তুলে ধরার জন্য তিনি ব্র্যান্ডগুলোর প্রতি আহ্বান জানান।
বৈঠকে এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার, ভিএফ করপোরেশন, জিইএমও, সেলিও, গ্যাপ, ওইউএস, আউচান, সিএসএস, অ্যালিউর সোর্সিং, অটো ইন্টারন্যাশনাল, এস কর্তে এঙ্গেলসসহ বর্তমানে বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং করা বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলোর কান্ট্রি হেড ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইএইচটি/টিআর