Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে ইউনাইটেডে গেলে পত্রিকা পড়বেন না আমোরিম

স্পোর্টস ডেস্ক
৬ নভেম্বর ২০২৪ ১৯:৫৪

রুবেন আমোরিম

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে বলেছিলেন, এই ম্যাচে পেপ গার্দিওলার দলকে হারিয়ে দিলে ‘বিপদে’ পড়বেন তিনি। স্পোর্টিং লিসবন কোচ রুবেন আমোরিম ক্লাবের হয়ে নিজের শেষ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে অবশ্য করে দেখিয়েছেন সেটাই। ঘরের মাঠে সিটিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিসবন। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে যোগ দিতে যাওয়া আমোরিম বলছেন, এই জয়ে তার উপরে অতিরিক্ত প্রত্যাশা তৈরি হওয়ায় ইংল্যান্ডে গিয়ে ৬ মাস পত্রিকাই পড়বেন না তিনি!

বিজ্ঞাপন

সিটিকে হারাতে পারলে ইউনাইটেড সমর্থকরা তাকে নতুন ‘অ্যালেক্স ফার্গুসন’ ভাববে, আমোরিম জানিয়েছিলেন এমন আশংকার কথাই। সিটিকে অবশ্য বড় ব্যবধানেই হারিয়ে দিয়েছে তার বর্তমান দল লিসবন। ঘরের মাঠে ক্লাবের হয়ে শেষ ম্যাচে ৪-১ ব্যবধানের বড় জয়ে নিজের বিদায়টা স্মরণীয় করে রাখলেন আমোরিম।

ম্যাচ শেষে আমোরিম বলছেন, সংবাদমাধ্যমের চাপ এড়াতে ইংল্যান্ডে গিয়ে ৬ মাস পত্রিকা থেকেই দূরে থাকবেন তিনি, ‘আমি ইউনাইটেডে যাওয়ার পর নিশ্চিতভাবেই ৬ মাস কোনো পত্রিকা পড়ব না। লিসবনে আসার পরেও একই কাজ করেছিলাম। আমি মিডিয়ার কিছুতে তাকাতে চাই না। আমি এভাবেই কাজ করি।’

ঘরের মাঠে শেষবারের মতো লিসবনের ডাগআউটে নেমেছিলেন আমোরিম। জয়ের পর তাকে নিয়ে উল্লাসে মেতেছে পুরো দল। নিজের এমন বিদায়ে আবেগে আপ্লুত আমোরিম, ‘এর চেয়ে ভালো বিদায় আমি পেতাম না। এই মুহূর্তটির জন্য আমি খুবই আনন্দিত। ব্রাহার বিপক্ষে ম্যাচটা জিতলেও ভালো হবে। যা হয়েছে এরপর আর বেশি কিছু চাওয়ার নেই। বিদায়কে ভিন্ন মাত্রা দিয়েছে এই জয়। আমাদের অনেক কঠিন সময় গিয়েছে। এভাবে শেষ করতে পারাটা বিশেষ কিছু।’

সারাবাংলা/এফএম

ম্যানচেস্টার ইউনাইটেড রুবেন আমোরিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর