Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূবাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৩ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৮

ছুরিকাঘাতে নিহত যুবক রাজিব হোসেন আকন। ছবি: সারবাংলা।

গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত রাজিব হোসেন আকন (৩২) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে রোববার (৩ নভেম্বর) গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও এলাকায় ছুরিকাঘাতে ওই যুবক গুরুতর আহত হন।

নিহত রাজিব হোসেন আকন বাগেরহাট জেলার মোরলগঞ্জের বরিশাল গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পূবাইলের হারবাইদ এলাকায় বোকারী হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। রাজিব পূবাইল হাড়িবাড়ির টেক এলাকায় এ অ্যান্ড ট্রাউজার্স গার্মেন্টসে চাকুরি করতেন।

মামলা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতই রোববার (৩ নভেম্বর) অফিস শেষ করে সন্ধ্যায় অটোরিকশা করে বাড়িতে ফিরছিল ভুক্তভোগী রাজিব। পূবাইলের বসুগাঁও এলাকার সাইফ পাওয়ার কারখানার সামনে তাকে বহনকারী অটোরিক্সা গতিরোধ করে দুইটি মোটরসাইকেল। এসময় মোটরসাইকেলে থাকা অজ্ঞাত ৫/৬ জন লোক রাজিবকে এলোপাতাড়ি চোখে ও শরীরে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূবাইল থানার অফিসার ই্নচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, রোববার দুর্বৃত্তদের হামলায় একজন আহত হন। মঙ্গলবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

আহত গাজীপুর দুর্বৃত্তের ছুরিকাঘাত নিহত পূবাইল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর