টেস্টের ব্যর্থতা ভুলে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা
৬ নভেম্বর ২০২৪ ১১:১২ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৩:২৭
মাঠে কিংবা মাঠের বাইরে, বাংলাদেশ ক্রিকেটের সময়টা একদমই ভালো কাটছে না। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, টপ অর্ডারের চরম ব্যর্থতা, নতুন অধিনায়ক নিয়ে গুঞ্জন, কোচ হাথুরুসিংহের অপ্রত্যাশিত বিদায়; সবকিছু মিলিয়ে বেশ চাপেই আছে বাংলাদেশ ক্রিকেট দল। এসবের মাঝেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্থানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। আজ শারজাহতে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ কি পারবে টেস্ট সিরিজের হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে?
পরিসংখ্যান
ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৬ বার। এই ফরম্যাটে হেড টু হেডে এগিয়ে আছে বাংলাদেশই। বাংলাদেশ জিতেছে ১০টি ওয়ানডে, আফগানদের জয় ৬টিতে। সবশেষ ৫ ম্যাচের ৩টিতেই জিতেছে বাংলাদেশ।
পিচ ও কন্ডিশন
শারজাহর পিচে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন, এমনটাই ধারণা করা হচ্ছে। দুই দলেই তাই আছে স্পিনারদের প্রাধান্য। বোলিংয়ে তাই মূল লড়াইটা হবে তাদের মাঝেই। স্পিনিং পিচ হলেও ব্যাটারদের জন্যও কিছুটা সুবিধা থাকতে পারে এই উইকেটে।
দলের খবর
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে সিরিজ না খেলা সাকিব আল হাসান আফগানদের বিপক্ষে সিরিজেও থাকছেন না। অসুস্থতার কারণে স্কোয়াডে নেই লিটন দাসও। অভিষেকের অপেক্ষায় থাকা নাহিদ রানা ও নাসুম আহমেদ ম্যাচের আগের দিনও ভিসা পাননি! সব মিলিয়ে মাত্র ১৩ জনের স্কোয়াড থেকেই সেরা একাদশ বেছে নিতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ সাজাতে পারে তিন পেসার ও দুই স্পিনারের সমন্বয়ে। বাড়তি ব্যাটার নিলে সেই ক্ষেত্রে বাদ পড়তে পারেন একজন পেসার, একাদশে ঢুকতে পারেন জাকের আলি।
আফগান স্কোয়াডে থাকতে পারেন তিন স্পিনার। মোহাম্মদ নবী ও রশিদ খানের সাথে বাংলাদেশের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন স্পিনার মোহাম্মদ ঘানজাফর। স্কোয়াডে না থাকা মুজিবুর রহমানের বদলি হিসেবে দলে আসা ঘানজাফরকে সামলাতে বেশ বেগ পেতে হতে পারে বাংলাদেশের ব্যাটারদের।
এই বছর শারজাহতে দারুণ ফর্মে আছে আফগান দল। এই মাঠে এই বছরে ৫ ম্যাচের ৪টি মাচেই জিতেছেন তারা। গত সেপ্টেম্বরে এখানেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল আফগান দল।
টপ অর্ডারকে জ্বলে ওঠার তাগিদ শান্তর
গত কয়েকটি সিরিজেই বাংলাদেশের দুশ্চিন্তার কারণ টপ অর্ডারের ব্যর্থতা। আফগান সিরিজের আগে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলছেন, সিরিজ জিততে হলে টপ অর্ডারকে জ্বলে উঠতেই হবে, ‘আফগানিস্থানের এই দলটার বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের ব্যাপারে আমাদের ধারণা আছে। টপ অর্ডারে যারা ব্যাটিং করবেন তাদের দায়িত্ব নিয়ে নতুন বল সামলাতে হবে। কেউ চাপ নিয়ে ব্যাটিং করুক এটা আমরা চাই না। ব্যাটিংটা উপভোগ করুক সবাই এটাই চাই। আমার বিশ্বাস এই ফরম্যাটে আমরা ভালো করব। অতীতেও এই ফরম্যাটে ভালো করেছি। নিজেদের সেরাটা দিতে পারলে অবশ্যই আমরা জিতব। এই কন্ডিশনে আফগানরাও ভালো দল।’
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি অনিক/শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
আফগানিস্থান: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, হাসমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ, মোহাম্মদ নবী, নাংগেলিয়া খারোটে, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকী, মোহাম্মদ ঘাজানফার/ফরিদ আহমেদ।
আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্থান।
সারাবাংলা/এফএম