Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটিকে বিধ্বস্ত করে ইতিহাস গড়ল লিসবন

স্পোর্টস ডেস্ক
৬ নভেম্বর ২০২৪ ০৮:৫৬ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১১:৪৪

সিটিকে ৪-১ গোলে বিধ্বস্তের পর লিসবনের উল্লাস

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কখনোই ম্যানচেস্টার সিটিকে হারাতে পারেনি তারা। স্পোর্টিং লিসবন এবার ঘরের মাঠে গড়ল নতুন ইতিহাস। ভিক্টর ইয়োকেরেসের দুর্দান্ত এক হ্যাটট্রিকে সিটিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে রুবেন আমোরিমের পর্তুগিজ ক্লাব লিসবন।

কারাবাও কাপ ও প্রিমিয়ার লিগের গত দুই ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে সিটিকে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিসবনের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নেমেছিলেন পেপ গার্দিওলার দল। তবে ঘুরে তো দাঁড়াতেই পারল না সিটি, উল্টো ৪ গোল হজম করে টানা তিন ম্যাচে হারের স্বাদ পেতে হলো তাদের।

বিজ্ঞাপন

লিসবনের মাঠে অবশ্য শুরুতেই এগিয়ে গিয়েছিল সিটি। ৪ মিনিটের মাথায় ফিল ফোডেনের গোলে লিড নেয় সিটিজেনরা। তবে এর পরের গল্পটা শুধুই স্বাগতিকদের। ৮ মিনিটেই সমতা ফেরাতে পারত লিসবন। ইয়োকেরেস গোলপোস্টের সামনে সহজ সুযোগ নস্ট করেছেন।

লিসবকে ম্যাচে ফেরান এই ইয়োকেরেসই। ৩৮ মিনিটে কোয়েন্দার অ্যাসিস্টে বল পেয়ে দারুণ এক ফিনিশিংয়ে গোল করে ম্যাচে সমতা আনেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধে সিটিকে পাত্তাই দেয়নি লিসবন। ৪৬ মিনিটে লিসবনকে লিড এনে দেন ম্যাক্সিমিলিয়ানো আরাহো। গনকাভেসের পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি আরাহো। তিন মিনিট পড়ে লিড দ্বিগুণ করে লিসবন। পেনাল্টি থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পান ইয়োকেরেস।

৬৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল সিটি। তবে পেনাল্টি মিস করেন আরলিং হালান্ড। ৮০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলের অবিশ্বাস্য এক জয় নিশ্চিত করেন ইয়োকেরেস। পেনাল্টি থেকে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোল করেন তিনি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ৪-১ গোলের বিশাল জয় নিয়েই সিটিকে স্তব্ধ করে দিয়েছে লিসবন। এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২য় স্থানে উঠে এসেছে লিসবন। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে সিটি।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ ম্যানচেস্টার সিটি স্পোর্টিং লিসবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর