Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্র-জনতার আন্দোলনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু…’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ২২:৩৫ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ০৩:৪২

৭ নভেম্বর উদযাপন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা হয়েছে মঙ্গলবার। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু কিছু লোক গণমানুষের আন্দোলন নিয়ে নানা কথা বলছে। অথচ এই আন্দোলনে আমাদের ৪৭২ জন নেতাকর্মী জীবন দিয়েছেন।

তিনি বলেন, ‘গত ১৭ বছরে হাজার হাজার নেতাকর্মী শহিদ হয়েছে, গুম-খুন ও নিপীড়নের শিকার হয়েছে। এখনো আমরা মামলা থেকে রেহাই পাইনি। খালেদা জিয়া ও তারেক রহমানসহ লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। এখনো আমাদের অনেক নেতাকর্মী কারাগারে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠেয় বিএনপির র‌্যালি সফল করার লক্ষ্যে এ প্রস্ততি সভা আয়োজন করা হয়।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে জুলাই-আগষ্টে দেশের মানুষের মাঝে ঐক্য তৈরি হয়েছে, সে ঐক্যে ফাটল ধরানো যাবে না। কেউ কেউ হয়তো চেষ্টা করবে গণমানুষের ঐক্যে ফাটল ধরিয়ে ফায়দা লুটতে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দিবসটির এবারের তাৎপর্য ও গুরুত্ব অনেক বেশি। তাই ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র‌্যালিতে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নেবে। এ র‌্যালি সফল করতে আমাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।’

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহসম্পাদক আমিরুল ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, হায়দার আলী লেলিন, একরামুজ্জামান বিপ্লব, আকরামুল হাসান, হাবিবুর রশিদ হাবিব, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, আব্দুল সাত্তার পাটোয়ারী, রাশেদ আহমেদসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/টিআর

৭ নভেম্বর ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রস্তুতি সভা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর