Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামানতবিহীন ঋণ পেতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে বেসিসের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ২১:৩০ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ২১:৩২

ঢাকা: সদস্যদের জন্য বিশেষ জামানতবিহীন ঋণ সুবিধা চালু করার ব্র্যাক ব্যাংক পিএলসি’র সঙ্গে সমঝোতা স্বারক সই করেছে দেশের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

সম্প্রতি গুলশানে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ওই চুক্তি সই হয়। এর ফলে বেসিসের সদস্যরা সহজে এবং দ্রুত সময়ে প্রয়োজনীয় ঋণ সুবিধা পাবেন, যা তাদের ব্যবসায়িক উদ্যোক্তা পর্যায়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলা ও উন্নয়নের পথকে ত্বরান্বিত করবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসিস।

ওই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো— বেসিস সদস্যদের জন্য জামানতবিহীন সহজ অর্থায়নের সুযোগ তৈরি করা, যা তাদের উদ্ভাবন, টেকসই ব্যবসায়িক সম্প্রসারণ এবং তথ্য ও প্রযুক্তি খাতে অর্থনৈতিক অবদানকে সহায়তা করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে বেসিস সদস্যরা তাদের আর্থিক সাফল্য অর্জন ও ব্যবসায়িক লক্ষ্য পূরণে দ্রুতগতিতে এগিয়ে যেতে পারবেন।

বেসিসের পক্ষে সহ-সভাপতি (অর্থ) এম আসিফ রহমান এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ডিএমডি ও এসএমই বিভাগের প্রধান সৈয়দ আবদুল মোমেন ওই চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক বিপ্লব ঘোষ রাহুল, মীর শাহরুখ ইসলাম, বেসিস মেম্বার সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া এবং বেসিস সচিবালয়ের নির্বাহী কর্মকর্তা এস এম জাকারিয়া ইসলাম।

অনুষ্ঠানে বেসিস সভাপতি এম রাশিদুল হাসান বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সাথে আমাদের এই অংশীদারিত্ব আমাদের সদস্যদের জন্য নতুন অর্থায়নের সুযোগ উন্মুক্ত করবে, যা তাদের উদ্ভাবন এবং ব্যাবসা সম্প্রসারণকে উৎসাহিত করবে।’

বিজ্ঞাপন

ব্র্যাক ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক এবং এসএমই প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘আমরা বেসিসের সাথে অংশীদার হতে পেরে আনন্দিত। এই সমঝোতা সইয়ের মাধ্যমে আইটি উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই গুরুত্বপূর্ণ অর্থায়ন সুবিধা প্রদান করবে।’

বেসিসের সহ-সভাপতি (অর্থ) এম আসিফ রহমান বলেন, ‘এই সমঝোতা স্মারক বেসিস সদস্যদের জন্য বিশেষভাবে তৈরি জামানতবিহীন ঋণ সুবিধা তাদের ব্যাবসা প্রবৃদ্ধি ও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

সারাবাংলা/ইএইচটি/এইচআই

বেসিস ব্র্যাক-ব্যাংক

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর