Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১৯:৩৩ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ২১:১১

ঢাকা: সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওয়েবসাইটের ঠিকানা-http://crc.legislativediv.gov.bd/

সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংবিধান সংস্কার কমিশনের এই ওয়েবসাইটে প্রবেশ করে সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে পরামর্শ, মতামত ও প্রস্তাব জানানোর সুযোগ থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও মতামত দেওয়ার সুযোগ রয়েছে।’

উল্লেখ্য, এই ওয়েবসাইটের মাধ্যমে কমিশন পরিচিতি, নোটিশ বোর্ডে এই কমিশনের সাম্প্রতিক তথ্য, অংশীজনের প্রস্তাব, কমিশনের প্রতিবেদন, যোগাযোগের ঠিকানা ও গুরুত্বপূর্ণ লিংক পাওয়া যাবে।

সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ

ওয়েবসাইট চালু সংবিধান সংস্কার কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর