শেষ মুহূর্তে কমলার পক্ষে মঞ্চে লেডি গাগা
৫ নভেম্বর ২০২৪ ১৮:৪৯ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ২১:১২
শুরু হয়ে গেছে মার্কিন নির্বাচন। দুই দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন তাদের সমর্থকেরা। শেষ মুহূর্তের প্রচারণায় হ্যারিসের পক্ষে এবার উপস্থিত হলেন পপস্টার লেডি গাগা। তাকে সমর্থন করতে মঞ্চে উপস্থিত হয়েছিলেন উপস্থাপক ও প্রযোজক অপরাহ উইনফ্রেহও।
সোমবার (৪ নভেম্বর) ফিলাডেলফিয়ার আর্ট মিউজিয়ামে নির্বাচনের আগে অনুষ্ঠিত শেষ র্যালির প্রচারে হ্যারিসের পাশে এসে দাঁড়ান এই তারকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
র্যালির মঞ্চে গাগা ‘গড ব্লেস আমেরিকা’ গানটি পরিবেশন করেন এবং হ্যারিসের পক্ষে বক্তব্য দেন।
গাগা বলেন, ‘দেশটি আপনার উপর নির্ভর করছে।’
ওইদিকে, তারকাদের সমর্থন পেয়েছেন রিপাব্লিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
গত মাসেই ‘রোগান্স শো’তে উপস্থিত হয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। শেষ মুহূর্তের প্রচারে ভক্তদের ট্রাম্পকে ভোট দেওয়ার আহ্বান জানান রোগান।
সারাবাংলা/এসডব্লিউ