Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন নির্বাচন: ‘হাতি’ আর ‘গাধা’ প্রতীকের ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক
৫ নভেম্বর ২০২৪ ১৮:১৪ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ২০:২৩

চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় মার্কিন নির্বাচন। মার্কিন এই নির্বাচন নিয়ে সারা বিশ্বের মানুষের আগ্রহের শেষ থাকে না। বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণ করা প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের প্রতীক নিয়ে মানুষের বেশ আগ্রহ থাকে।

মঙ্গলবার আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সে জন্য অবশ্য এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে আগাম ভোটপর্ব। শুক্রবার পর্যন্ত সে দেশের প্রায় ছ’কোটি ভোটদাতা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। ‘গাধা’ এবং ‘হাতি’ প্রতীকে ভোট দিয়েছেন পছন্দের নেতাকে। কিন্তু কী ভাবে এল এই দুই চিহ্ন? নিরীহ দুই প্রাণী কী ভাবে হয়ে উঠল আমেরিকার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের প্রতীক? ফিরে দেখা যাক সেই ইতিহাস।

বিজ্ঞাপন

নির্বাচনী প্রচারের সব পর্বেই নিজস্ব প্রতীক ব্যবহার করে আমেরিকার দুই দল। ডেমোক্র্যাটদের প্রতীক গাধা, আর রিপাবলিকানদের হাতি। ইতিহাস বলছে, ১৯ শতকের শেষের দিকে বিখ্যাত কার্টুনশিল্পী টমাস নাস্ট একটি রাজনৈতিক কার্টুনে আমেরিকার দুই প্রধান দলকে বোঝাতে এঁকেছিলেন ‘গাধা’ এবং ‘হাতি’। সেই থেকেই সমানে চলে আসছে এই ঐতিহ্য।

স্মিথসোনিয়ান ম্যাগাজিনের মতে, সে সময় রাজনৈতিক কার্টুনগুলো সমাজ এবং মানুষের মননকে এতটাই প্রভাবিত করত, যে ওই ‘গাধা’ এবং ‘হাতি’ প্রতীকই সর্বসম্মতিতে স্বীকৃতি পায়। সে সময় কার্টুন ছিল শিল্পের পাশাপাশি রাজনৈতিক গূঢ় তত্ত্বকে সরল, প্রাঞ্জল আকারে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক মাধ্যম। টমাস নিজে রিপাবলিকান দলের সমর্থক ছিলেন। আব্রাহাম লিঙ্কনেরও ঘনিষ্ঠ ছিলেন তিনি।

সেই টমাসই ১৯৭০ সালে ‘হার্পারস উইকলি’ নামে এক সাপ্তাহিক ম্যাগাজিনে একটি কার্টুন এঁকেছিলেন। তাতে একটি মৃত সিংহকে লাথি মারছিল একটি গাধা। ওই ‘গাধা’ ছিল আদতে ডেমোক্র্যাট দলের প্রতীক। অন্য দিকে ‘সিংহ’-এর মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল লিঙ্কনের সদ্যমৃত যুদ্ধ সংক্রান্ত সচিব এডউইন স্ট্যান্টনের দিকে। ডেমোক্র্যাট দলের প্রতি কটাক্ষ করেই তাদের প্রতীক হিসাবে ‘গাধা’কে ব্যবহার করেছিলেন টমাস। কিন্তু সেই চিত্রায়ণই পরে ডেমোক্র্যাট দলের নির্বাচনী প্রতীক হিসাবে স্বীকৃতি পায়।

বিজ্ঞাপন

অন্য দিকে, রিপাবলিকানদের প্রতীক হিসাবে টমাসের কার্টুনে বারবার ব্যবহৃত হয়েছে ‘হাতি’র প্রতীক। সিএনএন-এর ২০১৮ সালের একটি প্রতিবেদন জানাচ্ছে, ১৮৭৪ সালে ভোটের আগে ‘নিউ ইয়র্ক হেরাল্ড’ পত্রিকায় একটি কার্টুন প্রকাশিত হয়। সেই কার্টুনেও রিপাবলিকানদের বোঝাতে হাতিকেই ব্যবহার করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে প্রতীকের ধরনও। ‘হাতি’ কিংবা ‘গাধা’, দুইয়ের ছবিতেই এসেছে বদল। প্রাণীর ছবির বদলে এসেছে রেখাচিত্র, নরম হয়েছে মুখের উগ্র, আক্রমণাত্মক ভাব।

স্মিথসোনিয়ান আমেরিকান হিস্ট্রি মিউজিয়ামের তত্ত্বাবধায়ক লিসা ক্যাথলিন গ্র্যাডির মতে, ‘সম্ভবত আমেরিকার রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই এই বদল। কে বলতে পারে, ভবিষ্যতে কখনও আমেরিকায় উগ্র রাজনৈতিক মেরুকরণের সঙ্গে পাল্লা দিতে ফের হয়তো বদল আসতে পারে চিহ্নে!’

প্রসঙ্গত, আমেরিকায় ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা ২৩ কোটির বেশি। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি।

সারাবাংলা/এইচআই

ডেমোক্রেটিক মার্কিন নির্বাচন রিপাবলিকান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর