Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দিয়েই প্রস্তুতি শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
৫ নভেম্বর ২০২৪ ১৬:২৪ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ১৬:৪৮

ফর্টিসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছে বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে বেশ জোরেশোরেই প্রস্তুতি সারছে বাংলাদেশ ফুটবল দল। এরই মাঝে দুটি অনুশীলন সেশনও করিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। এরপর গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফর্টিস এফসির বিপক্ষে খেলেছে একটি প্রস্তুতি ম্যাচ। ১-০ গোলে ম্যাচ জেতার পর প্রস্তুতি নিয়ে বেশ স্বস্তিই ঝরল কোচ কাবরেরার কন্ঠে।  

পিয়াস আহমেদ নোভার একমাত্র গোলে প্রস্তুতি ম্যাচটা জিতেছে বাংলাদেশ। তবে প্রস্তুতি ম্যাচে ফলাফলের চেয়ে দলের সার্বিক অবস্থা পর্যবেক্ষণই থাকে মূখ্য। কাবরেরা বেশ সন্তুষ্ট শিষ্যদের প্রস্তুতি আর ইতিবাচক ফল নিয়ে। 

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেন, ‘আজ আমরা প্রথম প্রস্তুতি ম্যাচ খেললাম। আশা করছি মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে আরো একটা প্রস্তুতি ম্যাচ আমরা খেলব। খেলার ফলাফল খুব পজিটিভ ছিল। ম্যাচের আগে সব মিলিয়ে মাত্র দুটি ট্রেনিং সেশন ছিল, তবুও সবাই ভালো খেলেছে।’ 

ফিফার চলতি এই উইন্ডোর জন্য প্রথম দফায় ১৬ জন ফুটবলারকে প্রস্তুতি ক্যাম্পে ডেকেছিলেন কাবরেরা। গতকাল দ্বিতীয় দফায় ডাক পেয়েছেন আরো ১১ জন। তাদের মধ্য থেকেই ২৩ সদস্যের স্কোয়াড ঘোষিত হবে। 

২৭ জনের প্রাথমিক দলে অনেক তরুণ ফুটবলার আছেন, আছেন অনভিষিক্ত অনেকেও। তাদের সাথে দলের বাকিদের বোঝাপড়ার ব্যাপারটাও প্রাধান্য দিচ্ছেন কাবরেরা। ফর্টিসের বিপক্ষে এই ম্যাচটা তাই এদিক থেকেই গুরুত্বপূর্ণ তার কাছে, এই স্প্যানিশ কোচ বলেন, ‘অনেক ফুটবলার আছে, যারা অভিষেকের অপেক্ষায় রয়েছে। তাদের সঙ্গে বোঝাপড়া ভালো হচ্ছে। আসলে একটা পারফেক্ট অনুশীলন ম্যাচ ছিল। আমরা এই ম্যাচ থেকে আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।’

বিজ্ঞাপন

আগামী ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সারাবাংলা/জেটি/এফএম

ফিফা প্রীতি ম্যাচ বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশ-মালদ্বীপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর