Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রিয়ালকে ভয় পায় না এসি মিলান’

স্পোর্টস ডেস্ক
৫ নভেম্বর ২০২৪ ১৫:৫৪ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ১৫:৫৬

এসি মিলান কোচ পাউলো ফন্সেকা

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সফলতম দল রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে তারা জিতেছেন রেকর্ড ১৫তম শিরোপা। এবারও এই টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন ভিনিসিয়াস-বেলিংহামরা। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের মুখোমুখি ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। জমজমাট এই ম্যাচের আগে মিলান কোচ পাউলো ফন্সেকা বলছেন, সবদিকে রিয়াল এগিয়ে থাকলেও মিলান তাদের একদমই ভয় পাচ্ছে না।

এবারের মৌসুমে এসি মিলানের সময়টা একদমই ভালো কাটছে না। সিরি আ কিংবা চ্যাম্পিয়নস লিগ, সবখানেই ধুঁকছে ফন্সেকার দল। ইতালিয়ান লিগে তারা আছেন ৭ম স্থানে। চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে মাত্র এক জয়ে এসি মিলান আছে ২৫তম অবস্থানে। এমন অবস্থায় গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে আজ রাতে শক্তিশালী রিয়ালের বিপক্ষে বার্নাব্যুতে মাঠে নামবে মিলান।

বিজ্ঞাপন

কাগজে-কলমে মিলানের চেয়ে বেশ এগিয়ে থাকলেও ফন্সেকা রিয়ালকে একেবারেই ভয় পাচ্ছেন না, ‘আমরা এমন একটা দলের বিপক্ষে খেলব যারা প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামে। এটা আমাদের জন্যও একটা বড় সুযোগ। কোনো ধরনের ভয় ছাড়াই আমরা মাঠে নামব। আমাদের সাহস রাখতে হবে। আমার বিশ্বাস আমরা দারুণ কিছু করে দেখাতে পারি। আমি সবসময়ই দলের মাঝে জয়ের তাড়না দেখতে চাই। রিয়াল দারুণ দল, তবুও আমরা জয়ের জন্যই মাঠে নামব। এরপর যা হয় সেটা দেখা যাবে।’

কিছুদিন আগেই বার্নাব্যুতে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরেছিল রিয়াল। সেই ম্যাচ থেকেও রিয়ালকে হারানোর কিছু উপায় খুঁজে বের করেছেন ফন্সেকা, ‘আমরা ক্লাসিকো দেখেছি। রিয়ালকে তাদের মাঠে হারানো অসম্ভব না। বার্সার খেলা দেখতে আমি খুব পছন্দ করি, তাদের খেলা অনুসরণও করি। রিয়ালের বিপক্ষে তাদের খেলার ধরনটা দারুণ ছিল। তবে আমরা তাদের চেয়ে ভিন্ন দল। আমরা রিয়ালকে হারানোর মানসিকতা নিয়েই মাঠে নামব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

এসি মিলান চ্যাম্পিয়নস লিগ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর