Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রো স্টেশনে ওলামাদের উপচে পড়া ভিড়

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১৪:২০ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ১৭:০২

মেট্রো ষ্টেশন, ঢাকা

ঢাকা: তাবলীগ জামাতের একাংশের ইসলামি মহাসম্মেলন উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। জনসমুদ্রে পরিণত হওয়া সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের প্রায় সবকটি সড়কেও সেই ঢলের প্রভাব পড়ে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ মেট্রোস্টেশনেও সেই প্রভাব দেখা গেছে। মেট্রোতে চড়ে গন্তব্যে ফিরতে টিকেট কাটার জন্যে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন আলেম ওলামারা। মেট্রোস্টেশনের প্রতিটি কাউন্টার তাদের উপস্থিতিতে জনাকীর্ণ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার কিছু আগে সমাবেশ শেষ হয়েছে। সরেজমিনে দেখা গেছে, তারআগেই শাহবাগ মেট্রোস্টেশনে ঢল নেমেছে হুজুরদের। অনেকে আধাঘন্টার বেশি সময় ধরে টিকেট কাটতে লাইনে অপেক্ষা করছিলেন। কেউ কেউ মেট্রোর টিকেট কাটতে না পেরে স্টেশন থেকে ফিরেও যাচ্ছেন। আর শাহবাগ থেকে মতিঝিল বা উত্তরা অভিমুখে সবগুলো ট্রেনেই আলেমদের আধিক্য লক্ষ্য করা গেছে।

সমাবেশকে সামনে রেখে, সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। সকাল (৫ নভেম্বর) ৯টায় শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে ভোর থেকেই আলেম-ওলামাসহ সাধারণ মানুষ সম্মেলনস্থলে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে রুপ নেয়।

দুপুর দেড়টার দিকে সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সবকটি রাস্তা আলেম ওলামাদের পদচারণায় মুখর হয়ে উঠে। আর এই সমাবেশকে সামনে রেখে রাজধানীতে দীর্ঘ যানজটও তৈরি হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এনজে

ইসলামি মহাসম্মেলন ঢাকা ভিড় মেট্রোরেল সোহরাওয়ার্দী উদ্যান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর