Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রথমবার বাংলা ভাষায় ব্যালট পেপার

আন্তর্জাতিক ডেস্ক
৫ নভেম্বর ২০২৪ ০৯:০২ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ১১:১৮

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রথমবারের মতো বাংলা ভাষায় ব্যালটের উপস্থিতি। ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো নিউইয়র্ক অঙ্গরাজ্যে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষারও ব্যালট পেপার থাকবে।

মার্কিন নির্বাচন পরিচালনাকারী সংস্থা বোর্ড অব ইলেকশন্সের নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখার নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

জে রায়ান বলেন, অভিবাসী ভোটারদের সুবিধার জন্য ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি ৪টি ভাষা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব ইলেকশন্স নিউইয়র্ক শাখা। ভাষাগুলো হলো চীনা, স্প্যানিশ, কোরিয়ান ও এশিয়ান ভাষা বাংলা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অধিবাসী অধ্যুষিত একটি রাজ্য। দেশটির মোট অভিবাসীদের বড় একটি অংশ থাকেন নিউইয়র্ক সিটিসহ এই রাজ্যের বিভিন্ন শহরে। সরকারি পরিসংখ্যানের তথ্যানুযায়ী, গোটা নিউইয়র্কে ২ শতাধিক ভাষাভাষীর মানুষ বসবাস করেন। তাদের মধ্যে হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, তামিলসহ বিভিন্ন ভারতীয় ভাষাও রয়েছে।

উল্লেখ্য, ‘যুক্তরাষ্ট্রের ভোটার অধিকার আইন, ১৯৬৫’ -এর আওতায় দু’বছর আগে এই ভাষার বিষয়ে একটি মামলা করা হয়েছিল নিউইয়র্কের আদালতে। তাদের অভিযোগ ছিল, নিউইয়র্কে যেসব অঞ্চলে অভিবাসীদের সংখ্যা বেশি, সেসব অঞ্চলে ইংরেজির পাশাপাশি অন্তত একটি অভিবাসী ভাষায় ব্যালট পেপার প্রদান করা হোক। পরে নিউইয়র্কের রাজ্য প্রশাসন ও মামলাকারী দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এই চার ভাষায় ব্যালট পেপার প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সারাবাংলা/এনজে

প্রথমবার বাংলা ভাষা ব্যালট যুক্তরাষ্ট্র নির্বাচন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর