Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ৪ দলের শীর্ষ ৫ নেতার প্রতীকী ফাঁসি

ঢাবি করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৮:৩৩ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ২০:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্র জনতার ফাঁসির মঞ্চ’। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গী জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে দলগুলোর শীর্ষ নেতৃত্বের পাঁচ জনের কুশ পুত্তলিকাকে প্রতীকী ফাঁসি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ‘ছাত্র জনতার ফাঁসির মঞ্চ’ ব্যানারে এ কার্যক্রম চলে।

বিজ্ঞাপন

যাদের প্রতীকী ফাঁসি দেওয়া হলো সেই পাঁচ নেতা হলেন- আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

সরেজমিনে দেখা যায়, ‘ছাত্র জনতার ফাঁসির মঞ্চ’ ব্যানারে একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে পাশাপাশি পাঁচটি কুশপুত্তলিকায় পাঁচ জনের ছবি দিয়ে প্রতীকী ফাঁসি দেওয়া হয়।

এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আমরা চাই সরকার আমাদের এই প্রতীকী ফাঁসি দেখে গণহত্যার মাস্টার মাইন্ডদের দ্রুত গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করুক।’

তিনি বলেন, ‘যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে তদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। যারা ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়েছে এবং এমপি-মন্ত্রী হয়েছে তাদের বিচার করতে হবে।’

গণ আন্দোলনের শহিদরা ফিরে আসবেন না, তবে গণহত্যার মাস্টার মাইন্ডরা কেন ফিরে আসবে? প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হাত-পা-চোখ হারিয়েছেন। বাবা-মা সন্তান হারিয়েছেন। তারা তো আর ফিরে আসবে না। তাহলে কেন আওয়ামীলীগ জাপা ফিরে আসবে? তাহলে কেন শেখ হাসিনা ওবায়দুল কাদের ফিরে আসবে? জিএম কাদের-মেনন-ইনুরা কেন ফিরে আসবে?

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার অনেক কিছু করলেও গণহত্যাকারীদের বিচার করতে পারেননি অভিযোগ করে তিনি বলেন, ‘আপনারা গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বেঈমানি করবেন না। এ স্পিরিটকে কলঙ্কিত করবেন না।

সারাবাংলা/এআইএন/পিটিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতীকী ফাঁসি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর