Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে সিএনজি স্টেশনে আগুন, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৮:১৩

ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাসে আজহার সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাসে আজহার সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে হিমেল নামের এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এছাড়া আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে হতাহতদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি বলে জানান ওসি সফিকুল ইসলাম।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোজাম্মেল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সারাবাংলা/এনজে/ইআ

অগ্নিকাণ্ড আহত নিহত ময়মনসিংহ সিএনজি স্টেশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর