Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই-আগস্টে আহত আরও ২৭ জনকে বিদেশে পাঠানো হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৭:০৩ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৯:২৯

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

চট্টগ্রাম ব্যুরো: জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের মধ্যে আরও ২৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের পর বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজনকে ইতোমধ্যে বিদেশে পাঠানো হয়েছে ডাক্তারের পরামর্শে। আরও দুজনের কথা বলা হচ্ছে, তারাও যাবেন। এরপর আরও ২৫ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে আহতদের চিকিৎসা। এ আন্দোলনে অনেকে শহিদ হয়েছেন। তাদের জন্য সরকারের একটা বরাদ্দ আছে, সেটা তারা পেয়ে যাবেন।’

আন্দোলনের সময় আহত হয়ে যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের প্রসঙ্গ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘অনেকে দুই চোখই হারিয়েছেন। এ পৃথিবীটাকে তারা আর দেখতে পারবেন না। তাদের সুচিকিৎসার জন্য চীন, নেপাল, ফ্রান্স, থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ ডাক্তার আনা হয়েছে। ৫০ জনের চোখের কর্নিয়া নেপাল রেডি রেখেছে। ইতোমধ্যে দুজনের চোখে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে।’

উপদেষ্টা আর বলেন, ‘আন্দোলনে অনেকে হাত হারিয়েছেন, অনেকে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আহতদের অনেকে নানান ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। এটা শুধু মন্ত্রণালয়ের বিষয় না, এটা আমাদের পুরো জাতির বিষয়।’

এর আগে, স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, শিশু বিভাগ, আইসিইউ, ইসিজি, অবজারভেশন রুম, ল্যাবসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমা।

সারাবাংলা/আরডি/এসডব্লিউআর

চিকিৎসা নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর