পুলিশ পরিচয়ে ডাকাতি: ৭ লাখ টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার
৪ নভেম্বর ২০২৪ ১৬:২৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৬:৩০
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের ঢাকা-দোহার সড়কে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
গ্রেফতারকৃতরা হলেন- রনি (৪৮), সিরাজুল হাসান জাবেদ ওরফে রানা (৪২), শামিম (৪২), সায়মন (৩২), মমিন (৪২), সুজন (৩০) ও সমির হোসেন (৪২)।
পুলিশ সুপার জানান, নবাবগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী রামপ্রসাদ হালদার গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় গিয়ে স্বর্ণ বিক্রি করেন। স্বর্ণ বিক্রির নগদ ৪৭ লাখ টাকা ও অবিক্রিত ৩ ভরি স্বর্ণসহ ঢাকা থেকে নবাবগঞ্জের বান্দুরা বাজারের ফিরছিলেন। ফেরার পথে ডাকাত দল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গাড়ি থেকে নামিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে নগদ ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ ডাকাতি করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ হাবিবুর রহমান নামের এক ডাকাতকে আটক করে। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করেন স্বর্ণ ব্যবসায়ী রামপ্রসাদ। রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার ও লুন্ঠিত নগদ ৭ লাখ টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানায় গ্রেফতারকৃত ডাকতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্রের মামলা রয়েছে। গ্রেফতাকৃত ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
সারাবাংলা/এসআর