ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত, নিহত ৬
৪ নভেম্বর ২০২৪ ১৫:৫৫ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৭:৩৩
পূর্ব ইন্দোনেশিয়ায় একটি আগ্নেয়গিরিতে কয়েকদফা অগ্ন্যুৎপাতের ফলে কমপক্ষে ছয়জন মারা গেছে। ঘটনার সময় বহু মানুষ ঘুমোচ্ছিলেন। তারই মধ্যে গলিত লাভার স্রোত জনবসতির উপর চলে আসে। বহু মানুষ সঙ্গে সঙ্গে পালান। তবে এখনো লাভার স্রোতে ভেঙে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে মানুষদের উদ্ধারের কাজ চলছে।
রোববার (৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার প্রশাসনিক কর্তা আবদুল মুহারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনো পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের দেহ উদ্ধার হয়েছে। তবে বহু মানুষ এখনো ঘটনাস্থলে আটকে। অনেকে নিখোঁজ।
ফ্লোরেসের জনপ্রিয় পর্যটন দ্বীপে অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি-লাকি’র আশেপাশের গ্রামগুলোতে ছাই এবং লাভার ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ লোকজনকে সরিয়ে নিতে বাধ্য হয়।
এএফপির প্রাপ্ত ফুটেজে দেখা গেছে আগ্নেয়গিরির কাছাকাছি গ্রামগুলো পুরু ছাই দ্বারা আবৃত, কিছু এলাকায় আগুন লেগেছে।
দেশটির আগ্নেয়গিরি সংস্থা সতর্কতা স্তরকে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে এবং স্থানীয়দের এবং পর্যটকদেরকে অগ্ন্যুৎপাত কেন্দ্রের সাত কিলোমিটার (৪.৩-মাইল) ব্যাসার্ধের মধ্যে কার্যক্রম না চালাতে বলেছে।
রোববার রাতে পর পর দুইবার অগ্নুৎপাত হয় আগ্নেয়গিরিটিতে। প্রথমে রাত ১টা ২৭ নাগাদ, তারপর আবার রাত দুইটা ৪৮ মিনিটে। গত বৃহস্পতিবার থেকেই আগ্নেয়গিরিটি জ্বেলে উঠছিল। রোববার রাতে প্রায় দুহাজার ফুট পর্যন্ত আগুনের হলকা দেখা যায় আকাশে।
সোমবার (৪ নভেম্বর) সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘মাউন্ট লেওটোবি লাকি-লাকিতে আগ্নেয়গিরির কার্যকলাপে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।’
জানুয়ারী মাসে পর্বতটিতে বেশ কয়েকটি বড় ধরনের অগ্ন্যুৎপাত হয়েছিল, যার কারণে সেই সময়ে কর্তৃপক্ষ সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করে এবং কমপক্ষে ২ হাজার বাসিন্দাকে সরে যেতে অনুরোধ করে।
সারাবাংলা/এইচআই