Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার হোয়াইট হাউজ ছেড়ে আসাই ঠিক হয়নি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর ২০২৪ ১৪:৩২ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৫:৫৮

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন শেষে হেরে যাওয়ার পরও তার হোয়াইট হাউস ছেড়ে আসা ঠিক হয়নি বলে মন্তব্য করেছন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের লিটিজ বিমানবন্দরে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্প দাবি করেন, ‘আমি যখন চলে গেলাম, তখন আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ সীমান্ত ছিল। আমার যাওয়া উচিত হয়নি। সত্যি বলতে, কারণ আমরা অনেক ভালো কাজ করেছিলাম।’

এ সময় রিপাবলিকান পার্টির প্রার্থী ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি নিয়ে আবারও কথা বলেন। এ সময় তিনি ভোট জালিয়াতির খবর প্রচারের জন্য সাংবাদিকদের দায়ী করেন এবং বলেন, ‘সাংবাদিকদের গুলি করা হলে আমি খুব একটা আপত্তি করব না।

ট্রাম্প ২০২০ সালের পরাজয়ের কারণ হিসেবে জালিয়াতির অভিযোগ করেছেন। ২০২১ সালের ৬ জানুয়ারি, এর ফলে তার সমর্থকরা মার্কিন ক্যাপিটলে হামলা চালায়। ক্ষমতায় থাকার এবং জো বাইডেনের জয়কে বানচাল করার চেষ্টার জন্য ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি নির্বাচনের দিন কখন জাতির সঙ্গে কথা বলবেন, তিনি উত্তর দিয়েছিলেন, ‘আমি সঠিক সময়ে সেখানে থাকব।’ তিনি ইতিমধ্যেই ৫ নভেম্বর জয় ঘোষণা করার আশা প্রকাশ করেছিলেন।

সারাবাংলা/এইচআই

কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর