Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানির মুনাফায় কর কমিয়েছে এনবিআর

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৩:৪৫ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৩:৫৪

জাতীয় রাজস্ব বোর্ড

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানির শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর করের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (৪ নভেম্বর) এনবিআর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপন জারির মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভূক্ত শেয়ার লেনদেন থেকে ৫০ লাখ টাকার বেশি অর্জিত মূলধনি মুনাফার ওপর করের হার ১৫ শতাংশ নির্ধারণ করেছে এনবিআর। বিদ্যমান আইনে শেয়ার কেনার পাঁচ বছরের মধ্যে ওই শেয়ার গত ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জন ২০২৫ সময়ে বিক্রি করে মূলধনি আয় অর্জন করলে তার ওপর সাধারণ হারে কর আরোপ করা হয়।

বিদ্যমান আইন অনুসারে ৫০ লাখ টাকার বেশি মূলধনি আয়ের ওপর সর্বোচ্চ করের হার হলো- ৩০ শতাংশ। তবে সম্পদশালী করদাতাদেরকে প্রদেয় করের ওপর বিদ্যমান আইনে সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হয়। এতে শেয়ার বাজার থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর বিদ্যমান আইন অনুসারে আয়কর ও সারসার্জ বাবদ মোট ৪০দশমিক ৫০ শতাংশ হারে কর প্রদেয় হয়।

এনবিআর জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ার অর্জন পরবর্তি লেনদেনের সময়কাল নির্বেশেষে অর্থাৎ শেয়ার কেনার পাঁচ বছরের মধ্যে অথবা ৫ বছরের পরে সকল ক্ষেত্রে শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধনি আয়ের ওপর করের হার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জন ২০২৫ সময়কালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সকল শেয়ার লেনদেন হতে ৫০ লাখ টাকার অধিক অর্জিত মূলধনি আয়ের পরিমান নির্বিশেষে ১৫ শতাংশ কর এবং করদাতার নীট সম্পদের পরিমান ৪ কোটি টাকার বেশি, ১০ কোটি টাকার বেশি, ২০ কোটি টাকার বেশি এবং ৫০ কোটি টাকার বেশি হলে প্রদেয় করের ওপর যথাক্রমে ১০ শতাংশ , ২০ শতাংশ , ৩০ শতাংশ এবং ৩৫ শতাংশ হারে সারসার্জ দিতে হবে।

বিজ্ঞাপন

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, একজন করদাতার ৫০ কোটি টাকার অধিক নীট সম্পদ থাকলে, শেয়ার বাজার থেকে অর্জিত ৫০ লাখ টাকার অতিরিক্ত আয়ের ওপর তাকে ১৫ শতাংশ হারে কর এবং প্রদেয় কর ১৫ শতাংশ এর ওপর ৩৫ শতাংশ অর্থাৎ ৫.২৫ শতাংশ সারচার্জসহ কর ও সারচার্জ দিতে হবে। তবে করদাতার নীট সম্পদের পরিমান ৫০ কোটি টাকার কম হলে সারচার্জের হার ৩৫ শতাংশ এর পরিবর্তে কম হার হতে পারে। সেক্ষেত্রে আয়কর ও সারসার্জের মোট হার নীট সম্পদের ভিত্তিতে ২০.২৫ শতাংশ হতে আরও কম হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের মতে, সাধারণ ব্যক্তি করদাতাসহ অন্যান্য সকল করদাতার  গত ১ জুলাই থেকে আগামী ৩০ জুন, ২০২৫ সময়কালে (করবর্ষ২০২৫-২০২৬), স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হতে ৫০ লাখ টাকার অধিক অর্জিত মূলধনি মুনাফার ওপর প্রদেয় আয়কর ও সারচার্জ বাবদ সর্বোচ্চ করের হার ৪০.৫০ শতাংশ থেকে কমিয়ে ২০.২৫ শতাংশ করায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের পুজিবাজারে বিনিয়োগে আগ্রহী হবেন বলে মনে করে।

সারাবাংলা/জিএস/এসডব্লিউআর/ইআ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুঁজিবাজার মূলধনী মুনাফা