লাহোরে বায়ুদূষণ চরমে, স্কুল বন্ধের ঘোষণা
৪ নভেম্বর ২০২৪ ১১:৪৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৩:১১
বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষে থাকছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। এ পরিস্থিতিতে শহটির প্রাথমিক বিদ্যালয়গুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (৩ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হয়।
একই সাঙ্গে সোমবার (৪ নভেম্বর) থেকে, ‘সবুজ লকডাউন’ পরিকল্পনার অংশ হিসাবে অফিসের ৫০ শতাংশ কর্মীও বাড়ি থেকে কাজ করবেন। অন্যান্য ব্যবস্থার মধ্যে রয়েছে ইঞ্জিন চালিত রিকশা এবং ফিল্টার ছাড়া চুল্লী বিক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।
প্রদেশের জ্যেষ্ঠ পরিবেশ সুরক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আনোয়ার বলেন, ‘আগামী ছয় দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বাতাসের ধরন একই থাকবে। তাই আমরা লাহোরের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ রাখছি।’
পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, ‘ধোঁয়াশাপূর্ণ পরিবেশ শিশুদের জন্য খুব ক্ষতিকারক। এ সময় স্কুলগুলিতে মাস্ক পড়া বাধ্যতামূলক হওয়া উচিত।’
আইকিউএয়ারের তথ্য অনুসারে, বায়ুর গুণমান সূচক ৩০০ অতিক্রম করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিপজ্জনক বিসেবে বিবেচিত হয়। সেখানে শনিবার শহরটিতে বায়ুর গুণমান সূচকে ১ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির আবহাওয়া দফতর বলছে, আগামী ছয় দিন দূষণের মাত্রা একই থাকবে। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন সেখানের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে দূষণের মাত্রা কমাতে কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর চিন্তা করছে পাঞ্জাব কর্তৃপক্ষ।
সরকার জনগণকে ঘরে থাকার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করছে। সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, স্কুল বন্ধের সময়সীমা বাড়ানো হবে কি না তা নির্ধারণ করতে আগামী শনিবার পরিস্থিতি আবার মূল্যায়ন করা হবে।
সারাবাংলা/এইচআই