স্কুল মিস দিয়ে চ্যাম্পিয়নস লিগ খেলেন বার্সার কুবারসি!
৩ নভেম্বর ২০২৪ ২০:৩২ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ২০:৩৪
বার্সেলোনার ফুটবলার তৈরির আঁতুড়ঘর লা মেসিয়া থেকে উঠেছে এসেছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে বার্সার হয়ে নিয়মিতই মাঠে নামছেন ডিফেন্ডার পাউ কুবারসি। তরুণ এই ফুটবলার এবার জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগে ম্যাচ খেলতে নামলে স্কুল মিস দিতে হয় তাকে!
পেশাদার ফুটবল খেলার পাশাপাশি পড়াশুনাটাও চালিয়ে যাচ্ছেন কুবারসি। লামিন ইয়ামালের মতো এখনো স্কুলেই পড়ছেন তিনি। খেলার সাথে পড়াশুনাটা চালিয়ে নিতে বেশ বেগও পেতে হয় তাকে। বার্সার হয়ে এখন পর্যন্ত ৩০টি ম্যাচে মাঠে নেমেছেন এই ডিফেন্ডার।
স্প্যানিশ সংবাদমাধ্যম আরএসি ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে কুবারসি বলছেন, চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থাকলে তাকে স্কুল মিস দিতে হয়, ‘আমি হাই স্কুলের দ্বিতীয় বর্ষে পড়ছি। আমি সকালে অনুশীলন করি, দুপুরে ক্লাসে যাই। শিক্ষকরা লা মেসিয়াতে আসেন, রাত ৮টা পর্যন্ত পড়াশুনাই করতে হয় আমাকে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থাকলে আমি ক্লাস মিস দেই। বন্ধুদের থেকে নোট নিয়েই পরের দিনের পড়া এগিয়ে রাখতে হয় আমাকে!’
পেশাদার ফুটবলের চাপে মাঝে মাঝে পড়াশুনাটা চালিয়ে যাওয়া একটু কঠিন বলেই স্বীকার করছেন কুবারসি, ‘মাঝে মাঝে পড়াশুনা চালিয়ে যাওয়াটা কঠিন হয়ে পড়ে। কিন্তু আমি এটা চালিয়ে যেতে চাই। মার্কেটিং কিংবা বিবিএ করতে চাই। এর আগে অবশ্য আমাকে হাই স্কুল শেষ করতে হবে! দেখা যাক ভবিষ্যতে কি অপেক্ষা করছে।’
সারাবাংলা/এফএম