নতুন সচিব পেল পরিকল্পনা বিভাগ ও মহিলা-শিশু মন্ত্রণালয়
৩ নভেম্বর ২০২৪ ১৮:২৯ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ২২:০৭
ঢাকা: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সাবেক আমলা মমতাজ আহমেদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে এক অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুনকে পদোন্নতি দিয়ে পরিকল্পনা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই দুজনের নিয়োগসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
উপসচিব জামিলা শবনমের সইয়ে ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে পরিকল্পনা সচিব পদে বদলি করা হয়েছে।
এদিকে উপসচিব আমিনুল ইসলামের সইয়ে মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে মমতাজ আহমেদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে মমতাজ আহমেদকে দুই বছরের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে তার এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
সারাবাংলা/টিআর
জনপ্রশাসন মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়