Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীনগরে গ্রেনেড হামলায় ৯ বেসামরিক আহত

আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর ২০২৪ ১৭:৩৪ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১৮:৫০

জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে একটি গ্রেনেড হামলায় নয় জন বেসামরিক নাগরিক আহত

রবিবার (৩ নভেম্বর) জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে একটি গ্রেনেড হামলায় নয় জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের শ্রী মহারাজা হরি সিং (এসএমএইচএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাটি শ্রীনগরের ট্যুরিস্ট রিসেপশন সেন্টারের কাছে সানডে মার্কেটে ঘটে। বিস্ফোরণটি ঘটার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসএমএইচএস হাসপাতালের মেডিকেল সুপারিন্টেনডেন্ট ড. তাসনিম শওকত জানান, আহতদের মধ্যে আটজন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন। তাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

পুলিশ ও আধাসামরিক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। সন্ত্রাসীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছেন বলে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর তথ্যমতে জানা যায়।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ বলেন, ‘গত কয়েক দিন ধরে উপত্যকায় হামলা ও সংঘর্ষের খবরের আধিক্য দেখা যাচ্ছে। আজ (৩ নভেম্বর) শ্রীনগরের সানডে মার্কেটে নিরীহ ক্রেতাদের ওপর গ্রেনেড হামলার খবর শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। নিরীহ বেসামরিকদের লক্ষ্য করে হামলা করার কোনো সার্থকতা থাকতে পারে না। জনগণ যেন নির্ভয়ে তাদের দৈনন্দিন জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

এই হামলা ঘটনার একদিন আগে শ্রীনগরে লস্কর-ই-তৈবা (এলইটি)-র শীর্ষ সন্ত্রাসী, পাকিস্তানি নাগরিক উসমানকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, উসমান ছিলেন ভারতের সন্ত্রাসী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) কমান্ডার সাজাদ গুলের ঘনিষ্ঠ সহযোগী।

বিজ্ঞাপন

এছাড়া শনিবার (৩ নভেম্বর) জম্মু ও কাশ্মীরে দুইটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি শ্রীনগরের খন্যার এলাকায় এবং আরেকটি অনন্তনাগের হালকান গলিতে।

সারাবাংলা/এনজে

আহত গ্রেনেড হামলা জম্মু-কাশ্মীর বেসামরিক শ্রীনগর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর