শাহাপুর সীমান্তে ভারতীয় ২ নাগরিক আটক
সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১৬:৫০ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১৬:৫৩
৩ নভেম্বর ২০২৪ ১৬:৫০ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১৬:৫৩
ঢাকা: কুমিল্লার শাহাপুর সীমান্ত থেকে মাদকদ্রব্যসহ ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি)।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় শাহাপুর সীমান্তের ২০৮৪/৭-এস পিলার থেকে বাংলাদেশের ভেতরে ঢুকে মাদক বিক্রির সময় চার ক্যান বিয়ারসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভারতের ত্রিপুরার সিপাহজ্বলা জেলার সোনামুড়া থানার সুভাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি (২১) এবং আইয়ুব আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (১৮)।
রোববার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটকের পর দুই ভারতীয় নাগরিককে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/জিএস/ইআ