Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোচের সাথে ঝগড়া, ক্লাব থেকে মার্সেলোর বিদায়!

স্পোর্টস ডেস্ক
৩ নভেম্বর ২০২৪ ১৫:৩৭ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১৫:৪০

ক্লাবছাড়া হলেন মার্সেলো

ইউরোপিয়ান ফুটবল থেকে বেশ কয়েক বছর ধরেই দূরে রয়েছেন তিনি। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো নিজের ক্যারিয়ারের শেষের সময়টা কাটাচ্ছিলেন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে। তবে শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের সাথে শেষটা একেবারেই ভালো হলো না মার্সেলোর। কোচ মানো মেনেজেসের সাথে ঝগড়ার কারণেই তার সাথে চুক্তি বাতিল করেছে ব্রাজিলের ক্লাবটি।

ঘটনার সূত্রপাত গত ১ নভেম্বর ফ্লুমিনেন্স-গ্রেমিও ম্যাচের সময়। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ম্যাচ তখন প্রায় শেষের পথে। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে মাঠে নামতে প্রস্তুত হয়েছিলেন মার্সেলো। কোচ মেনেজেস তার কাঁধে হাত রেখে কিছু একটা বলছিলেন। হঠাৎ কোচকে লক্ষ্য করে মার্সেলো পাল্টা কিছু একটা বলেন। এতেই ভীষণ চটেছেন মেনেজেস। মার্সেলোর সাথে তর্কের এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়েও দিয়েছেন তিনি। এরপর বদলি হিসেবে মাঠে নামানো হয় জন কেনেডিকে।

বিজ্ঞাপন

এই ঘটনার পরেই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মার্সেলোর সাথে চুক্তি বাতিল করছেন তারা। তবে কোচের সাথে ওই ঘটনার কারণেই যে চুক্তি বাতিল হয়েছে মার্সেলোর, সেটা অবশ্য নিশ্চিত করেনি তারা। ক্লাবটির এক বিবৃতিতে বলা হয়েছে, চুক্তি বাতিল হলেও মার্সেলোর সাথে সম্পর্কটা বজায় থাকবে, ‘ফ্লুমিনেন্সের সাথে মার্সেলোর প্রাতিষ্ঠানিক ও আত্মিক সম্পর্ক অব্যাহত থাকবে। মার্সেলোকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। ক্লাব সবসময় তার পাশেই থাকবে।’

ফ্লুমিনেন্সের যুব দলেই মার্সেলোর উত্থান। এখান থেকেই ২০০৭ সালে রিয়ালে যোগ দেন মার্সেলো। সেখানে দারুণ এক ক্যারিয়ার শেষে পাড়ি জমান গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে। সেখান থেকে গত বছর শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে ফিরেছিলেন তিনি।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

ব্রাজিল মার্সেলো

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর