Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিবর্ণ মেসিতে মায়ামির নাটকীয় হার

স্পোর্টস ডেস্ক
৩ নভেম্বর ২০২৪ ০৯:৫৫ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১৮:৫১

লিওনেল মেসি

ইনজুরি থেকে ফেরার পর ইন্টার মায়ামির জার্সি গায়ে অবিশ্বাস্য ফর্মে ছিলেন তিনি। তবে এমএলএস কাপের দ্বিতীয় প্লে-অফে উড়তে থাকা লিওনেল মেসি ও ইন্টার মায়ামিকে মাটিতে নামিয়ে এনেছে আটালান্টা। মেসির বিবর্ণ থাকার ম্যাচে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরেছে মায়ামি। সেমিফাইনালে যেতে হলে শেষ প্লে-অফটা তাই জিততেই হবে মেসিদের।

প্রথম প্লে-অফে ১-০ গোলে জিতে সেমিতে এক পা দিয়ে রেখেছিলেন মেসিরা। দ্বিতীয় ম্যাচে আটালান্টার বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো সেমি। তবে এই ম্যাচে নিজের সেরা খেলার ধারেকাছেও ছিলেন না মেসি। পুরো ম্যাচে সহজ কয়েকটি গোলের সুযোগও নষ্ট করেছেন তিনি। মেসির গোল মিসের মাঝে ৪০ মিনিটের মাথায় মায়ামিকে এগিয়ে দেন ডেভিড মার্টিনেজ। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।

বিজ্ঞাপন

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় আটালান্টা। ৫৮ মিনিটে গোল করেন ডেরিক উইলিয়ামস। এরপর দুই দলই গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচ ১-১ এ ড্র হবে বলেই মনে হচ্ছিল। তবে মায়ামিকে হতাশায় ডুবিয়ে ৯৪ মিনিটে জয়সূচক গোল করেন জান্ডে সিলভা।

সিলভার গোলেই ২-১ ব্যবধানের দারুণ এক জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল আটালান্টা। আগামী ১০ নভেম্বর তৃতীয় ও শেষ প্লে-অফে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে জয়ী দল পৌঁছে যাবে কাপের সেমিতে।

সারাবাংলা/এফএম

ইন্টার মায়ামি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর