মেলবোর্নে পথচারীদের ওপর গাড়ি, আহত ১৩
২১ ডিসেম্বর ২০১৭ ১৩:২০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ১৫:৪৮
সারাবাংলা ডেস্ক
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেওয়ায় শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, শহরের ব্যস্ততম একটি জংশনে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয় ওই চালক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত দুইজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে এটি সন্ত্রাসী হামলা কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি পথচারীর ওপর উঠিয়ে দিলে মানুষজন চারদিকে ছিটকে পড়ে। মেলবোর্নবাসীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সারাবাংলা/ এমএইচটি