Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেনের বন্যা বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ২০৫

আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ১৪:৫৯ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৭:২৭

স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশে ভয়াবহ বন্যা

স্পেনে সাম্প্রতিক বন্যা বিপর্যয় অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ২০৫ জনে পৌঁছেছে। গত কয়েকদিনে অতিবর্ষণের ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে এবং ব্যাপক এলাকাজুড়ে প্লাবন সৃষ্টি হয়েছে। বিশেষ করে দক্ষিণ এবং পূর্বাঞ্চলীয় কিছু এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকার ও স্থানীয় প্রশাসন জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। এই সৈন্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এবং বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তর করছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

বন্যার ফলে হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণগুলো এই ধরণের বিপর্যয়ের হার বাড়িয়ে তুলছে। সরকার দেশব্যাপী সতর্কতা জারি করেছে এবং স্থানীয় বাসিন্দাদের জরুরি পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এবং প্রতিবেশী দেশগুলোও সহায়তার প্রস্তাব দিয়েছে।

সারাবাংলা/এমপি

আকস্মিক বন্যা স্পেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর