Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেভাবে ইউনাইটেডের দায়িত্ব পেলেন আমোরিম

স্পোর্টস ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ১৪:৩৭ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৭:২৯

রুবেন আমোরিম

গত সপ্তাহে এরিক টেন হাগকে কোচের পদ থেকে বরখাস্ত করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রুড ভ্যান নিস্টলরয়কে দায়িত্ব দেওয়া হলেও মাত্র এক সপ্তাহের মাঝেই পূর্ণ মেয়াদের কোচ হিসেবে রুবেন আমোরিমকে নিয়োগ দিয়েছে ইউনাইটেড। দায়িত্ব পাওয়ার পর আমোরিম জানিয়েছেন, ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তের জন্য মাত্র তিন দিন সময় পেয়েছিলেন তিনি!

তিন বছরের চুক্তিতে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ইউনাইটেডের আসছেন আমোরিম। ১১ মিলিয়ন ইউরোতে এরিক টেন হাগের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। তবে এখনই দায়িত্ব বুঝে নিচ্ছেন না আমোরিম। আরও ৩ ম্যাচ কোচের দায়িত্ব পালন করবেন নিস্টলরয়।

বিজ্ঞাপন

ইউনাইটেডের কোচ হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে আমোরিম জানিয়েছেন, ইউনাইটেডের প্রস্তাবে সিদ্ধান্ত জানাতে মাত্র তিন দিন সময় পেয়েছিলেন তিনি, ‘আমার জীবন পাল্টে যাবে এমন সিদ্ধান্তটা নিতে আমি মাত্র তিন দিন সময় পেয়েছিলাম! আমি ইউনাইটেডকে বলেছিলাম মৌসুমের শেষে গিয়ে দায়িত্ব নেব। কিন্তু তারা আমাকে বলেছিল, হয় এখন নাহয় কখনোই না! আমি এখন দায়িত্ব নিতে রাজি না হলে হয়তো ৬ মাস পর আর এটা পেতাম না। ৬ মাস পর আমি স্পোর্টিং লিসবনেও থাকতাম না কারণ আমি ক্লাবকে আগেই জানিয়ে দিয়েছিলাম এখানে এটাই আমার শেষ মৌসুম।’

চার বছর আগে দায়িত্ব নিয়ে লিসবনকে বদলে দিয়েছিলেন আমোরিম। তার অধীনেই ১৯ বছর পর লিগ শিরোপা জিতেছিল ক্লাব। মৌসুমের মাঝপথে তার দায়িত্ব ছাড়ায় স্বভাবতই হতাশ ক্লাবের সমর্থকরা। বিদায়বেলায় তাই সবার কাছে ক্ষমাও চাইছেন আমোরিম, ‘এই ক্লাবের সবাই জানে লিসবন আমার কাছে কি। আমি সমর্থকদের হতাশা বুঝতে পারছি। মৌসুমের মাঝপথে ক্লাব ছেড়ে যাওয়াটাও ভালো কিছু নয়। কিন্তু আমার দিকটাও আশা করি তারা বুঝবেন। এখনো ক্লাবের হয়ে ২টি ম্যাচ বাকি আছে আমার। এই ম্যাচ দুটি জিতেই লিড ধরে রাখতে চাই।’

বিজ্ঞাপন

২৪ নভেম্বর ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে আমোরিমের ইউনাইটেড মিশন।

 

সারাবাংলা/এফএম

ম্যানচেস্টার ইউনাইটেড রুবেন আমোরিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর