নারী ভোটারে ভরসা খুঁজছেন কমলা
২ নভেম্বর ২০২৪ ১৪:২১ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৬:১৯
যুক্তরাষ্ট্রের নির্বাচনের লড়াইয়ে বিশেষত অ্যারিজোনা ও মিশিগানের মতো রাজ্যগুলোতে নারীদের ভোট বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এই দুই রাজ্যের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আগাম ভোটের লাইনে তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেলি গানং বলেন, ‘কমলা এমন একজন নেত্রী, যাকে আমি আমার দেশের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।’ তার বন্ধুরা আরও বলেন, ‘নারীর অধিকার ও গর্ভপাতের সিদ্ধান্ত নারীর ব্যক্তিগত বিষয় হওয়া উচিত, যার পক্ষে কমলা কাজ করছেন।’
বিবিসির খবরে বলা হয়, হার্ভার্ডের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, ১৮ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে কমলার সমর্থক ট্রাম্পের তুলনায় ৩০ শতাংশ বেশি। তরুণ নারী ভোটাররা ব্যাপকভাবে হ্যারিসের পক্ষে থাকায় তিনি এ সমর্থনকে কাজে লাগিয়ে বিজয়ের প্রত্যাশা করছেন।
কমলা হ্যারিস গর্ভপাতের অধিকার পুনর্প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন, যা অনেক নারী ভোটারের কাছে গুরুত্বপূর্ণ। অ্যারিজোনার মেরি জেলকভস্কি জানান, গর্ভপাতের অধিকার নিয়ে এই ভোটটি তার জন্য খুবই ব্যক্তিগত।
হ্যারিসের নির্বাচনি প্রচার শিবিরের প্রত্যাশা, গর্ভপাতের বিষয়টি কেবল ডেমোক্র্যাটদেরই নয়, বরং অনেক রিপাবলিকান নারী ভোটারকেও তাদের পাশে আনবে।
সারাবাংলা/এনজে