পূর্ব লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৫২
আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ১৩:২৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৪:৫৯
২ নভেম্বর ২০২৪ ১৩:২৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৪:৫৯
পূর্ব লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে ৫২ জন নিহতের ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলে এ হামলা চালানো হয়।
এই হামলার জন্য ইসরাইলি সেনাবাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার কোনো সতর্কতা জারি করেনি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বালবেক-হারমেল অঞ্চলে শুক্রবারের হামলায় ৫২ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন আমহাজ গ্রামে নিহত হয়েছেন। এছাড়া ইউনিনে ৯ জন এবং বেদনায়েলে আটজন নিহত হয়েছেন।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুই হাজার ৮৯৭ জন নিহত এবং ১৩ হাজার ১৫০ জন আহত হয়েছেন।
সারাবাংলা/ইআ