Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিনিসিয়াসের সাথে অন্যায় হয়েছে: দরিভাল

স্পোর্টস ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ১১:৩৬

ভিনিসিয়াসকে ব্যালন ডি অর না দেওয়ায় ক্ষুব্ধ দরিভাল

বিজয়ীর নাম ঘোষণা করার কয়েক ঘণ্টা আগ পর্যন্ত সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল তার নামটাই। শেষ পর্যন্ত অবশ্য ব্যালন ডি অর ওঠেনি ভিনিসিয়াস জুনিয়রের হাতে। ভিনিকে টপকে প্রথমবারের মতো ব্যালন ডি অর জিতেছেন ম্যানচেস্টার সিটি ও স্পেন তারকা রদ্রি। ভিনিসিয়াসের পুরস্কার না জেতায় চলছে নানা আলোচনা সমালোচনা। এবার ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলছেন, ব্যালন ডি অর না জেতায় ভিনির সাথে অন্যায় হয়েছে।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে অবিশ্বাস্য ফর্মে ছিলেন ভিনিসিয়াস। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে তার দুর্দান্ত পারফরম্যান্সেই শিরোপা ঘরে তুলেছে রিয়াল। সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর থেকেই শোনা যাচ্ছিল, এবারের ব্যালন ডি অর উঠবে ভিনির হাতেই। তবে পুরস্কারটা শেষ পর্যন্ত পাওয়া হয়নি এই ব্রাজিল তারকার।

বিজ্ঞাপন

ভিনিসিয়াসের ব্যালন ডি অর না জেতার খবর আগেভাগেই পেয়ে অনুষ্ঠানও বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনির পুরস্কার না জেতায় সমালোচনায় মুখর ছিলেন সমর্থকরাও।

দরিভাল বলছেন, ভিনিসিয়াসকে ব্যালন ডি অর না দিয়ে অন্যায় করা হয়েছে, ‘পুরস্কার দেওয়ার আগের দিন তার সাথে কথা হয়েছিল। এটা খুবই অন্যায় হয়েছে। যে পুরস্কার জিতেছে তার বিরুদ্ধে আমার বলার কিছু নেই। সেও দারুণ খেলেছে আগের মৌসুমে। তবে এবারের ব্যালন ডি অর ভিনিসিয়াসের প্রাপ্য ছিল।’

ব্যালন ডি অর না জিতলেও ভিনিসিয়াস মানুষের সম্মান জিতেছে বলেই মানছেন দরিভাল, ‘সবচেয়ে বড় পুরস্কারটা সে জিতেছে। সেটা হচ্ছে মানুষের স্বীকৃতি ও সম্মান। ব্রাজিলের মানুষ বুঝতে পেরেছে পুরস্কারটা তার প্রাপ্য ছিল। তার সাথে অন্যায় করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

দরিভাল জুনিয়র ব্যালন ডি অর ব্রাজিল ভিনিসিয়াস জুনিয়র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর