Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্বিয়ায় রেলস্টেশনে ছাউনি ধসে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ১০:৫০ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৪:৩৯

রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

সার্বিয়ার উত্তরাঞ্চলের একটি রেলস্টেশনের ছাউনি ধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিকর উদ্ধৃতি দিয়ে এএফপির খবরে তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১ নভেম্বর) দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদের একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার কয়েক ঘণ্টা পর সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক বলেছেন, ‘রেলস্টেশনের ছাউনি ধসে ১৪ জনের মৃত্যু হয়েছে আমরা আশা করি এটিই মৃতের চূড়ান্ত সংখ্যা হবে। এর মধ্যে আমরা পাঁচজনকে শনাক্ত করতে পারিনি।’

দেশব্যাপী টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি যোগ করেন, ‘যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারকে সহায়তা করতে আমাদের সবাইকে অবশ্যই এক হতে হবে এবং ক্ষতি কমাতে এবং যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের যতটা সম্ভব সাহায্য করতে আমাদের সাধ্যমত সবকিছু করতে হবে।’

ভুসিক বলেন, নিহতদের মধ্যে ছয় থেকে সাত বছর বয়সী একটি শিশুও রয়েছে।

ধংসস্তুপের নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছেন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা

এদিকে সার্বিয়ার রেলওয়ে বিভাগ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, ওই স্টেশনটি কিছুদিন আগে সংস্কার করা হয়েছিল। তবে স্টেশনের একটি অংশে সংস্কার হয়নি। সেই অংশটিরই ছাদ ভেঙে পড়েছে।

দেশটির প্রধানমন্ত্রী মিলোস ভুকেভিক এক শোকবার্তায় রেল বিভাগকে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। শোকবার্তায় রেল বিভাগের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এটি শিউরে ওঠার মতো একটি দুর্ঘটনা এবং যাদের গাফিলতির জন্য এ ঘটনা ঘটল, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

হতাহতদের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সার্বিয়ার সরকার।

এর আগে সার্বিয়ার সংবাদমাধ্যম আরটিএস’র খবরে দেশটি স্বরাষ্টমন্ত্রী আইভিকা ডেসিকার বরাতে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদের একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ধংসস্তুপের নিচে চাপা পড়েছে আরও দুইজন। তাদের উদ্ধারে ৮০ জনেরও বেশি ফায়ার সার্ভিসের কর্মী অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

স্থানীয় সংবাদমাধ্যম গুলো জানায়, তিন বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইতে স্টেশনটি আবার চালু হয়।

সারাবাংলা/ইআ

রেলস্টেশন সার্বিয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর