Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোতে সহিংসতায় ২ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ০৯:৫২ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৪:৪০

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে চব্বিশ ঘণ্টায় দুই সাংবাদিক নিহত

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক সহিংসতায় ২৪ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) কোলিমা প্রদেশে প্যাট্রিসিয়া রামিরেজ নামের এক বিনোদন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

সাংবাদিকদের নিরাপত্তা সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, প্যাট্রিসিয়া রামিরেজ একটি স্থানীয় বিনোদন মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন।

২৪ ঘণ্টারও কম সময়ে মেক্সিকোতে নিহত দ্বিতীয় সাংবাদিক রামিরেজ। এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে অনলাইন সংবাদ মাধ্যমের একজন প্রধানকে হত্যা করা হয়।

মেক্সিকো বিশ্বজুড়ে সাংবাদিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক দেশগুলোর একটি বলে বিবেচিত।

নতুন প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবাউম দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মতো সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি চলতি মাসের শুরুতে দায়িত্ব গ্রহণকালে সহিংসতা এবং অপরাধ নিয়ন্ত্রণে জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরেকটি ঘটনায়, সাংবাদিক মাউরিসিও ক্রুজকে মিচোয়াকান প্রদেশের উরুয়াপান শহরে গুলি করে হত্যা করা হয়।

উরুয়াপানে মাদক বিক্রেতাদের মধ্যে সহিংস সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘাতের ঘটনায় বহু ভয়াবহ অপরাধের ঘটনা ঘটে থাকে। ক্রুজের সংবাদপত্র মিনুতোএকিসমিনুতো তার মৃত্যুর পর তাকে সম্মান জানিয়ে একটি লাইভ ভিডিও প্রচার করেছে, যা তার মৃত্যুর কয়েক মিনিট আগে ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, মেক্সিকোতে সহিংস অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। এ ছাড়া জাকাতেকাস প্রদেশেও এ ধরনের ঘটনা ক্রমবর্ধমানভাবে বাড়ছে। উত্তর আমেরিকার এই দেশে প্রায়ই প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

নিহত মেক্সিকো সহিংসতা সাংবাদিক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর