Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা সিবিএসের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ০৯:৩১ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৩:৩৭

যুক্তরাষ্ট্রের সিবিএস চ্যানেলের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিবিএস চ্যানেলের বিরুদ্ধে মামলা করেছেন।

অভিযোগে তিনি দাবি করেছেন যে, চ্যানেলের ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে সম্প্রচারিত ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সাক্ষাৎকারটি বিভ্রান্তিকর ছিল।

টেক্সাসের একটি ফেডারেল আদালতে করা মামলায় ট্রাম্প বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে একটি প্রশ্নের দুটি ভিন্ন উত্তর প্রচার করেছে সিবিএস।

তবে সিবিএস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ৭ অক্টোবর প্রচারিত তাদের ‘ফেস দ্য নেশন’ অনু্ষ্ঠানের জন্য সাক্ষাৎকার দিয়েছিলেন কমলা হ্যারিস। ইসরায়েল-হামাস যুদ্ধ সংক্রান্ত প্রশ্নের উত্তরে হ্যারিসের একটি সংক্ষিপ্ত অংশ ‘৬০ মিনিট’-এ দেখানো হয়, যা আগে ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানের জন্য রেকর্ড করা হয়েছিল।

মামলায় ট্রাম্প ক্ষতিপূরণ হিসেবে ১০ বিলিয়ন ডলার দাবি করেছেন এবং ভোটে নির্বাচিত হলে সিবিএস-এর লাইসেন্স বাতিলের হুমকিও দিয়েছেন তিনি।

সিবিএস-এর তথ্যমতে, ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে ট্রাম্প রাজি হয়েছিলেন৷ কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে যান তিনি৷

সারাবাংলা/এনজে

কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্প নির্বাচন মামলা যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর