Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক হত্যা মামলায় মহিলা লীগের জাকিয়া গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৪ ২১:০৩ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ০১:২১

টুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা। ছবি: সারাবাংলা।

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি ও সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলার এজাহার নামীয় আসামী পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানাকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে গুলিস্থানের পীর ইয়ামিন হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মামলার বাদী ফাতেমার স্বামী সাংবাদিক হাসান মাহমুদ গত ৩১ জুলাই রাত আনুমানিক দেড় ঘটিকায় নিজ বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফিরে আসেননি। তিনি ফিরে না আসায় ফাতেমা অনেক খোঁজাখুজি করার পর জানতে পারেন সাদা পোষাকে অস্ত্র ধারীরাসহ অজ্ঞাত নামা ৫০/৬০ জন লোক তার স্বামী হাসান মাহমুদকে তুলে নিয়ে গিয়েছে। পরবর্তীতে তিনি খবর পান তার স্বামীর মরদেহ গোড়ান ছাপড়া মসজিদের সামনে রাস্তায় পড়ে রয়েছে।
বাদী ঘটনাস্থলে গিয়ে স্বামীর দেহ উদ্ধার করে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। এ ঘটনায় হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা ৩৫ জনের নাম উল্লেখসহ আরো ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে গত ৩০ আগস্ট ডিএমপির খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে গুলিস্থানের পীর ইয়ামিন হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসআর

গ্রেফতার পটুয়াখালী জেলা মহিলা লীগ মহিলা লীগ নেত্রী সাংবাদিক হত্যা মামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর